অবতক খবর : আজ ছিলো ২২ তারিখে হতে চলা নির্বাচনের শেষ প্রচার। সেই শেষ লগ্নের প্রচারে যখন সমস্ত রাজনৈতিক দল ব্যস্ত, তখন দেশবন্ধু মাঠ সংলগ্ন “শিয়াল ডাঙ্গা” অঞ্চলের এক ব্যক্তি স্থানীয় তৃনমূল এর নেতা এবং প্রাক্তন কাউন্সিলরকে ফোন করে জানান যে তাদের বাড়ির সামনে অর্থাৎ শিয়াল ডাঙ্গা এলাকার পুকুরের সামনে একটি মন্দিরকে বিজেপি নিজেদের নির্বাচনী অফিস করেছে। এমনকি মন্দিরের দেওয়ালে এবং গ্রিলে বিজেপির ফ্লেক্স লাগিয়েছে। যাতে আবার লেখা রয়েছে – প্রচারে : চন্দ্র কুমার দাস। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই চন্দ্র কুমার দাস বিগত দিনে সিপিএম এর কাউন্সিলর ছিলেন, পরে দল বদলে তিনি তৃনমূল হন। ২০১৯ এ তিনিই আবার বিজেপি হয়েছেন।
অভিযোগকারী স্থানীয় ব্যক্তি বলেন তৃনমূল নেতৃত্বদের জানান যে এলাকার মানুষরা মন্দিরে বিজেপির ব্যানার লাগানো নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট, কিন্তু ভয়ে তারা প্রতিবাদ করতে পারেননি।
এই অভিযোগ পেয়ে প্রচারের সময় তৃনমূল কর্মী সমর্থকরা সেখানে গিয়েও দেখেন যে অভিযোগ সত্যি, এবং তারা নির্বাচন কমিশনে রিপোর্ট করেছেন এই ব্যাপারে। মন্দিরে রাজনৈতিক রং লাগানোয় এলাকার মানুষরা রীতিমতো অসন্তুষ্ট। তারা প্রশ্ন তুলতে শুরু করেছে যে বিজেপির নেতারা কি ভগবান, যে তাদের ছবি মন্দিরে থাকবে। যদিও তারা নিজেদের নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির ভয়ে।