অবতক খবর,২২ ডিসেম্বর,বাঁকুড়াঃ পর্যটকদের সুবিধার্থে এবার বিশেষ উদ্যোগ বাঁকুড়া জেলা পুলিশের। ‘মন্দির নগরী’ হিসেবে পরিচিত বিষ্ণুপুরে এবার জেলা পুলিশের উদ্যোগে কাজ শুরু করলো ‘ট্যুরিস্ট পুলিশ’। আপাতত ৬ জন পুরুষ ও ২ জন মহিলা কর্মী এই কাজে নিযুক্ত হয়েছেন। পরবর্ত্তী সময়ে প্রয়োজনে এই সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।
বছরের বিভিন্ন সময় দেশ বিদেশের অসংখ্য পর্যটক পোড়ামাটির অপরুপ সৌন্দর্য মণ্ডিত মন্দির আর হস্তশিল্পের টানে ছুটে আসেন এক সময়ের মল্ল রাজধানী বিষ্ণুপুরে। শীতের মরশুমে সেই সংখ্যা আরো কয়েক গুণ বেড়ে যায়। পর্যটকরা এখানে এসে রাস মঞ্চ, শ্যাম রাই মন্দির, মাকড়া পাথরে নির্মিত জোড় শ্রেণীর মন্দির, জোড় বাংলা মন্দির, দলমাদল কামান, ছিন্নমস্তা মন্দির ঘুরে লাল বাঁধের অপরুপ সৌন্দর্য উপভোগ করে বালুচরি, স্বর্ণচুরি আর পোড়ামাটির শিল্পকর্ম সংগ্রহ করে বাড়ি ফেরেন। এবার সেই সব আগত পর্যটকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি ‘গাইড’ হিসেবেও কাজ করবেন এই ‘ট্যুরিস্ট পুলিশ’ কর্মীরা। একই সঙ্গে পর্যটকদের সুবিধার জন্য হেল্প লাইন নম্বর ৭৮৬৬৮২৫২২৩ চালু করা হয়েছে বলেও জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।