অবতক খবর,৯নভেম্বর : ডেঙ্গি কেন হচ্ছে তার পেছন খোঁজা এটা সরকার করেনি। রাজ্য সরকারকে ডেঙ্গু নিয়ে গুরুত্ব দেওয়া উচিৎ। DA দেবেন না সেই টাকা পার্টির লোকের পেছনে খরচ করবেন, ভোট কেনার জন্য খরচ করবেন। তাই এদিক-ওদিক ঘুরে আটকাবার চেষ্টা করছেন। একদিন না একদিন DA দিতেই হবে তখন সরকারের হাঁড়ি চাপবে না আর। ঘোমটার ভেতরে খেমটা নাচ করার দরকার নেই মানুষ সবই জানে, মুকুল-মমতা প্রসঙ্গ। মুকুল রায় কে আমাদের দল বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিল। মমতা ব্যানার্জি শুধু প্রতিশ্রুতি দিয়েছেন কিছু করেননি। আমরা ক্ষমতায় না এলে তো সমস্যার সমাধান করতে পারব না।মতুয়া ভোট প্রসঙ্গ মদের চেয়েও ভয়ঙ্কর নেশা কাটমানির নেশা। ছাড়ানো মুশকিল আছে। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যদি CAA হয়! যেভাবে জঙ্গি তৈরি হচ্ছে সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।পরবর্তী প্রজন্ম মাতাল হবে মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি করবে। এইভাবে কোন প্রশাসক সমাজকে নেশার দিকে ঠেলে দিতে পারে না দিতে পারেনা। সাত সকালে খড়গপুর শহরে চা চক্রে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।