অবতক খবর,২৮ মার্চ: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ময়নাগুড়িতে অনুষ্ঠিত হল ১ম বর্ষ নমঃশূদ্র লোক সংস্কৃতি উৎসব। বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের রানীরহাট মোড় সংলগ্ন এলাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ড এর চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য। এছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা পরিষদের সদস্যা মহুয়া গোপ, ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, বিডিও প্রসেনজিৎ কুন্ডু, আইসি সুবল ঘোষ সহ প্রমূখরা। এদিন প্রথমে ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এরপর মূল মঞ্চে অতিথি বরণ এবং প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।