অবতক খবর,১৪ অক্টোবর: মরসুমী সশ্য বীজ বিতরণ করা হল দৌলতাবাদ গ্ৰাম পঞ্চায়েত ভবনে । শনিবার বিকেলে দৌলতাবাদ গ্ৰাম পঞ্চায়েত এলাকার 70 জন চাষীর হাতে আনুষ্ঠানিকভাবে উন্নত প্রজাতির শস্য বীজ তুলে দেওয়া হয় । পশ্চিমবঙ্গ কৃষি দফতরের তরফ থেকে বহরমপুর ব্লক ADO পঞ্চায়েত সমিতির মাধ্যমে ১৭টি গ্ৰাম পঞ্চায়েতে প্রায় ৩৫০০ চাষীর হাতে উন্নত প্রজাতির শস্য বীজ তুলে দেওয়ার কথা জানান।

এদিন দৌলতাবাদ গ্ৰাম পঞ্চায়েতে কৃষি দফতর, পঞ্চায়েত সমিতি,গ্ৰাম পঞ্চায়েত একযোগে উপস্থিত হয়ে উন্নত প্রজাতির শস্য বীজ ৭০জন চাষীর হাতে তুলে দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোঃ আইজুদ্দিন মন্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোঃ আবসিনা , ADO মিঠুন সাহা, দৌলতাবাদ পঞ্চায়েত প্রধান নূরে সালমা খাতুন, দৌলতাবাদ অঞ্চল সভাপতি মোঃ সামসুল আলম সহ দৌলতাবাদ গ্ৰাম পঞ্চায়েতের মেম্বারগন।