অবতক খবর,২২ ফেব্রুয়ারী : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানার খালেরপুল এলাকায় । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকাজুড়ে । বর্ধমান আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ইন্দাস এলাকার এক বাসিন্দার । স্থানীয় সূত্র জানা গেছে মৃত ব্যক্তির নাম শেখ মন্টু। মোটর বাইকে করে ইন্দাস অভিমুখে ফিরছিলেন শেখ আলাউদ্দিন ।
সেই সময়ই খালেরপুল সংলগ্ন এলাকায় একটি টোটোকে অতিক্রম করতে গিয়ে রাস্তার উপরে পড়ে যান মোটরবাইক নিয়ে বাইক আরোহী । সেই সময়ই উল্টো দিক থেকে আসা ট্রাকের চাকা পিষে দেয় তাকে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে রায়না থানার পুলিশ ও সেহারাবাজার ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্তরা । বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে । পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য খালেরপুল সংলগ্ন এলাকায় ।