অবতক খবর , অভিষেক দাস , মালদা :- চাচোল 1 নং ব্লকের মহানন্দা পুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা প্রাইমারি স্কুল মাঠে এলাকার চাষীদের নিয়ে মসুর বীজ উৎপাদন ও চাষ সম্পর্কে এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল।ধনযনা ফার্মাশ ক্লাবের উদ্যোগে ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই শিবির আয়োজিত হয়।
চাষীদের মসুর বীজ উৎপাদন ও মসুর চাষে উৎসাহ দেওয়া হয় এদিনের এই প্রশিক্ষণ শিবিরে। প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট ডক্টর তপময় ধর। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ এটিএম রফিকুল হোসেন সহ অন্যান্যরা।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ তপময় ধর বলেন, মসুর চাষ অত্যন্ত লাভজনক। অল্প খরচে উৎপাদন বেশি হয়। ফলে চাষীর লাভ হয় বেশি। তাই এই চাষে চাষীদের আগ্রহ বাড়াতে এই প্রশিক্ষণ শিবির। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে এলাকার প্রায় ৭০ জন চাষী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শিবির কে ঘিরে চাষীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।