এ বছর সত্যেন মিত্র স্মারকসম্মান পেলেন নাট্য সংস্থা দ্বিতীয় সত্তা-র কর্ণধার ও নাট্যকার সুমন সেনগুপ্ত, তার ‘নাটকের গান’ নাটকের জন্য।
পুরস্কারের আয়োজক: থিয়েটার ওয়ার্কশপ
মহড়া থেকে ফিরছিল
(সত্যেন মিত্রকে সামনে রেখে)
তমাল সাহা
মহড়া থেকে ফিরছিল
ওয়ার্কশপ থেকে ফিরছিল।
কোন নাটকের মহড়া চলছিল!
নাটক তো একটা ছিলই।
থিয়েটার ওয়ার্কশপ থেকে ফিরছিল।
তার মানে
মহড়া থেকে ফিরছিল
সন্দিহানজনেরা বলবেন,
হয়তো রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিল।
নাহলে এমনি এমনি খুন হয়!
তবে খুনটা হয়েছিল।
মহড়া থেকে ফেরার পথে সিঁথিতে
বিশাল কাণ্ডটা ঘটেছিল
কারা ঘটিয়েছিল, কেন ঘটিয়েছিল বা রাজনীতি করতো কিনা, সেসব আমি জানিনা।
তবে তখন সন্ত্রাস চলছিল।
শুধু জানি
নিহত ব্যক্তিটি নাটক লিখতে পারতো এবং করতে জানতো।
রাজরক্ত চেয়েছিল কিনা জানিনা
তবে গিনিপিগ হতে চায়নি,
প্রেমিক ও বিদ্রোহী হতে চেয়েছিল
একজন নাট্যকর্মী খুন হলে
কি হয় বা কতদূর ক্ষতি হয় জানা নেই।
তবে নাটক মরেনি, চলছেই…