অবতক খবর , উত্তর দিনাজপুর : মহরমের তাজিয়া প্রদর্শন নয় বরং রক্তদান শিবিরের আয়োজন করে সমাজকে এক অন্য বার্তা তুলে দিল ইসলামপুরের রেজা কমিটি নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থা।
সংস্থার প্রতিষ্ঠাতা মসরুর আলম জানান, এই উৎসবের দিন তাদের স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত দিয়ে মানুষ বেঁচে উঠবে। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে। সেই আনন্দেই হোক তাদের এই উৎসবের বার্তা। তাদের মতন সকলেই যেন এভাবেই উৎসবের দিন গুলিতে এভাবেই এগিয়ে আসে। তাতে দূর হবে ব্লাড ব্যাংকের রক্ত সংকট। তাতে বাঁচবে মানুষ।
রবিবার মহরমের দিন ইসলামপুর অপ্সরা মোড় সংলগ্ন এলাকায় এই শিবিরে যারা করণা যোদ্ধা তাদেরকে সুপার হিরো সম্মানে সম্মানিত করা হয়।