অবতক খবর,৩০ জানুয়ারি: মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল বিজয়গড়ের প্রৌঢ়ার। মৃত বাসন্তী পোদ্দার কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের অশ্বিনীনগরের বাসিন্দা। মহাকুম্ভে পুণ্যস্নান করতে সোমবার ছেলে-মেয়ে ও বোনের সঙ্গে প্রয়াগরাজে যান প্রৌঢ়া। ছেলের দাবি, মাঝরাতেই তাঁরা সঙ্গম ঘাটের উদ্দেশ্য রওনা দেন।
রাত ১টা থেকে দেড়টার মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। প্রয়াগরাজ থেকে অ্যাম্বুল্যান্সে করে প্রৌঢ়ার দেহ আজই আনা হচ্ছে কলকাতায়। রবিবার কলকাতা থেকে রওনা দিয়েছিলেন তারা প্রয়াগরাজের উদ্দেশ্য। বড়দিদি পুষ্পা সাহা, ছেলে এবং মেয়ে বাবু ও পিংকির সঙ্গে গিয়েছিলেন। হঠাৎই তারা প্ল্যান করে রওনা দিয়েছিলেন প্রয়াক রাজের উদ্দেশ্য। তবে আর বাড়ি ফেরা হলনা বাসন্তী পোদ্দারে। শোকের ছায়া পরিবারে।