তালিবান! তালিবান!
আতঙ্কিত প্রাণ। অশান্ত মাতৃভূমি। মা-বাপ পলায়মান।
বিমানবন্দরে পড়ে রইলো অবোধ শিশুটি। কোথায় ঈশ্বর! আল্লাহ! ভগবান!
( নিউজ- জি ২৪ ঘন্টা)
মহাপাতক
তমাল সাহা
ক্ষমতা সন্ত্রাস কতদূর রায়!
মানুষ! রে মানুষ ভয়ে পালায়।
কে আগে বাঁচাবে জান
জনক জননী, না জাতক-সন্তান?
দ্রুত ছেড়ে দেয় আকাশযান
বন্দরে পড়ে থাকে শিশুটি।
সে কি জানে ধরিত্রীর মানে?
কত ভয়াবহ এই দৃশ্যটি!
সে তো জানে না
কোথায় ভূমিজাত হয়েছে সে
সে তো সদ্যোজাত-নবজাতক
যে পৃথিবীতে ছাড়পত্র তার
সেই দুনিয়া তো মহাপাতক!