অবতক খবর,৮ অক্টোবর-অভয়ার বিচারের দাবিতে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। অথচ কলকাতা পুলিশ সেই মিছিলের অনুমতি দেয় নি। মঙ্গলবার বিজেপির নোয়াপাড়া-৪ মন্ডলের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধনে এসে এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মিছিলের অনুমতি পেতে কোর্টে যেতে হবে। কোর্টে গিয়ে কানমুলে অনুমতি আদায় করতে হবে।
তাঁর দাবি, আর জি কাণ্ডের প্রতিবাদে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ছাত্র, বেকার যুবকরা মুখ খুলতে শুরু করেছে। সর্বস্তরের মানুষ আন্দোলনে নেমে হীরক রানীকে আসন থেকে টেনে নামাবে। পুজোর উদ্বোধনে হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ন ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী, প্রিয়াঙ্গু পান্ডে প্রমুখ। এদিন পুজো উপলক্ষে অসহায় মহিলাদের শাড়ি উপহার দেওয়া হয়েছে।