অবতক খবর: মহারাষ্ট্রে বাসে আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল তিন শিশু সহ অন্তত ২৬ জন যাত্রী৷ মহারাষ্ট্রের বুলধানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে৷
পুলিশ জানিয়েছে, বাসটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন৷ শুক্রবার রাত দেড়টা নাগাদ সামরুদ্ধি- মহামার্গ এক্সপ্রেসওয়ের ওপরে বাসটি প্রথমে দুর্ঘটনার কবলে পড়ে৷ যদিও বাসের চালক প্রাণে বেঁচে যান৷ পুলিশকে তিনি জানিয়েছেন, একটি চাকা ফেটে গিয়ে প্রথমে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে৷ এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি৷
বুলধানার পুলিশ সুপার জানিয়েছেন, দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে ২৫ জনের মৃত্যু হয়৷ বাসের চালক সহ বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি৷ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ৷ তবে আপাতত মৃতদেহগুলি দ্রুত শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷৷
জানা যাচ্ছে, বিয়ে বাড়ির জন্য বাসটি ভাড়া নেওয়া হয়েছিল৷ নাগপুর থেকে পুণেতে যাওয়ার সময় বাসটি প্রবল বৃষ্টির মধ্যে প্রথমে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ এর পরেই ডিজেল ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে বাসটিতে আগুন ধরে যায়৷