অবতক খবর , জলপাইগুড়িঃ করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে জলপাইগুড়ি। মহালয়া উপলক্ষে পিকনিক এর সাথে সাথেই রাতভর শব্দবাজি ও আতশবাজির খেলায় মাতলো শহর। মহালয়া উপলক্ষে অকাল দীপাবলি নামলো জলপাইগুড়িতে।
ভোর হতেই রেডিওতে বীরেন্দ্র কিশোর ভদ্রের কন্ঠে চণ্ডীপাঠ শুরু হতেই বাজি পোড়ানোর প্রতিযোগিতা বাড়তে থাকে। ভোরের আলো ফুটতেই তর্পনের উদ্দেশ্যে প্রচুর পরিমানে মানুষের সমাগম ঘটে রাজবাড়ী দিঘির পাড় থেকে তিস্তা পারে।