অবতক খবর , সংবাদদাতা , লালবাগ :- Anjumane Hayate Naw এর পরিচালনায় লালবাগ বাঁশগোলায় পালিত হলো মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর জন্মদিবস।
আজ সকালে অন্য বছরের তুলনায় এবারও শারীরিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক ব্যবহার করে শুধু নিজ শহরে রাস্তা পরিক্রম করেন এলাকা বাসী । Anjumane Hayate Naw কমিটির পক্ষ থেকে বলা হয় যে , মহা নবী করিম (সা। ) কে শান্তি , মুক্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের জন্য বিশ্ববাসীর রহমত হিসাবে আখ্যায়িত করে ,পবিত্র কুরআনে বলা হয়েছে , আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতরূপে প্রেরণ করেছি।
মহানবীর (সা.) শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ ছিল অনন্য। দল ,মত , গোত্র নির্বিশেষে আরবের জাতি ধর্ম , বর্ণ সবার মধ্যে শান্তি চুক্তি স্থাপনের মধ্যে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে , তিনি সন্ত্রাস মুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেন।
তিনি “হিলফুল ” নামের শান্তি সংঘ গঠন করে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাই আজকে আমরা Anjumane Hayate Naw এর পক্ষ থেকে হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিবস উপলক্ষে মসজিদের সামনের মাঠে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা হয়েছে
এবং পাড়ার ভাই বোনেরা গোটা দিন নাথ পাঠের মধ্যে দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জন্মদিবস পালন করছে । এবং সমস্ত শহর বাসীকে Anjumane Hayate Naw এর পক্ষ থেকে ঈদ -এ- মিলাদুন -নবী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানানো হয় ।