অবতক খবর,২৬ ফেব্রুয়ারী,মালদা:- বুধবার মহা শিবরাত্রি উপলক্ষে মালদার মানিকচক গঙ্গা ঘাটে ঢল নামল শিব ভক্তদের। মালদা সহ আশপাশের জেলা থেকে হাজার হাজার পুণ্যার্থী সকাল থেকেই ভিড় জমালেন মানিকচক গঙ্গাঘাটে। গেরুয়া বসনধারী শিব ভক্তদের আনাগোনা মুখরিত উঠল গোটা মানিকচক এলাকা।
শিব ভক্তরা মানিকচক গঙ্গাঘাটে ডুব দিয়ে গঙ্গা জল ভরে বোম বোম ধ্বনি তুলে রওনা দিলেন নিজ নিজ শিব মন্দিরের উদ্দেশ্যে। এই উপলক্ষে মানিকচক গঙ্গাঘাট এলাকায় বসল মেলা। নদীঘাটে ভক্তদের সুরক্ষার জন্য নজরে এল পুলিশি তৎপরতা। যেকোন প্রকার অপ্রতীতিকর ঘটনা এড়াতে পুলিশের তরফে চলছে সতর্কতামূলক মাইকিং।