নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২০ নভেম্বর :: নদীয়া :: মাউথ পার্কাশন,মিউজিক প্রেমীদের কাছে এটি অতিপরিচিত একটি আর্ট। আর এই আর্ট-টি রপ্ত করে ফেলেছে নদীয়ার অতিপরিচিত কল্যাণী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র হ্যাপি চক্রবর্তী।হ্যাপির বাড়ি চাকদহ তে।
গান বাজনার প্রতি শখ তার ছোটবেলা থেকে,মিউজিক কে তার জীবন বলেই মনে করেন এই যুবক। মিউজিকের অন্যান্য ইনস্ট্রুমেন্ট-এর পাশাপাশি এই বিশেষ কলায় পারদর্শী হয়ে উঠেছে হ্যাপি।তৈরী করে ফেলেছে নিজের একটি ব্যান্ড,নাম “রেট্রো”।কল্যাণী মহাবিদ্যালয়-তে একটি অনুষ্ঠান-এ মাউথ পার্কাশন করে সবার মন জয় করে নিয়েছে এই তরুণ যুবক।তার গানের গলাও অসাধারণ বলে মনে করছেন সকলে।সবার মাঝে এই ধরণের আর্ট-কে মেলে ধরতে একদম তৈরী হ্যাপি চক্রবর্তী।