অবতক খবর, হক জাফর ইমাম, মালদা ::
মাঘী পূর্ণিমা উপলক্ষে সারা দেশের সাথে মালদা জেলাতেও হাজারও পূণ্যার্থী স্নান করল নদীতে। ইংরেজবাজার থানার সাদুল্লাপুর মহা শ্মশানেও হাজারও পূণ্যার্থী মাঘী পূর্ণিমা উপলক্ষে মরা ভাগীরথী নদীতে স্নান করেন। মাঘ মাসের শেষ দিনে সাদুল্লাপুর মহাশ্মশান এলাকায় মাটির পাত্রে খিচুড়ি রান্না করে প্রসাদ হিসেবে গ্রহণ করেন পুণ্যার্থীরা। এর পাশাপাশি মাঘী পূর্ণিমা উপলক্ষে সাদুল্লাপুর মহাশ্মশান এলাকায় বিশাল মেলাও বসে।
মাটির তৈরি পুতুল, ঘর সাজানোর জিনিসপত্র সহ বিভিন্ন জিনিস এই মেলায় বিক্রি হয়। এই মেলার বিশেষ আকর্ষণ হাতি পাইয়া লুচি। দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা সাদুল্লাহপুর এলাকায় পৌছে স্নানের পর এই লুচি খান। বাড়ির জন্যও নিয়ে যান তারা।
মালদা জেলায় এই ধরনের লুচি একমাত্র সাদুল্লাপুর মহা শ্মশানেই পাওয়া যায় বলে দাবি এলাকাবাসীর। সারা মেলায় খোল করতাল বাজিয়ে নাম সংকীর্তনও করেন ভক্তরা। মেলা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য মেলাতে মোতায়েন ছিল মালদা ইংরেজবাজার থানার পুলিশ।