অবতক খবর,৬ ফেব্রুয়ারী : মাঝবয়সীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের শ্যামনগর নতুনগ্রামে। মৃতের নাম ফনী ভূষন বিশ্বাস ( ৪৮)।

বৃহস্পতিবার বেলায় নতুনগ্রামের ঝংকার মাঠের কোণে ক্লাবের পিছনে চালতা গাছে ঝুলন্ত দেখেন স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। জানা গিয়েছে, মাঠের ধারে তাঁর চায়ের দোকান। স্থানীয়দের দাবি, পারিবারিক অশান্তির জেরেই ফনী ভূষন আত্মহত্যা করেছেন।