অবতক খবর ,সৌম্যজিৎ চট্টোপাধ্যায় ,পূর্ব মেদিনীপুর:- মাটির নিচ থেকে উঠছে গ্যাস আর সেই গ্যাসেই চলছে রান্না। এমন ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের সুতাহাটার গুয়াবেড়িয়া গ্রামে। প্রায় দুই মাস আগে একটি সাবমার্সিবল বসানোর পরে ঘটনার সূত্রপাত হয়। গ্রামবাসীরা দেখেন জমা জলের নিচে থেকে অনবরত বুদবুদ বেরোচ্ছে.ভালো করে দেখার পরে দেখা যায় সাবমারসিবেল এর পাশ থেকে উঠছে গ্যাস।

তারা ভেবেছিলেন দুই একদিন পরেই হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু দু মাস কেটে গেলেও বন্ধ হয়নি গ্যাস বেরোনো ,খবর পেয়ে ওখানে পৌঁছান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা ,ওরা সচেতন করেন ওখানের স্থানীয় বাসিন্দাদের এবং বলেন আগে ওখানে অনেক গরু থাকতো এবং দীর্ঘদিন ধরে গোবর জমে জমে তৈরী হয়েছে ওই গ্যাস এবং গ্যাস এর প্রকৃতি হিসেবে মিথেন ও কোকেন হিসেবে চিহ্নিত করেন। স্থানীয় বাসিন্দারা ওখানে রীতিমতো রান্না শুরু করেছেন সাবমার্সিবেল এর পাশে পাইপ ও ওভেন লাগিয়ে।