মাতৃসঙ্গীত
তমাল সাহা

ধর্মের কত অলিগলি
জাতের নামে চোরাবালি
দলে দলে কোন্দলে
আমরা যে যাই রসাতলে।

দেশ ভরেছে মা বেচারামে
কর্পোরেটের হাতে বাজারের থলে
জয় শ্রীরাম বলে হাই তোলে
তোর পুজোতে হাজার মেলে।

পরের ধনে পোদ্দারি মা!
তোর আমার তবিলদারি
ওরা করে মাতব্বরি।
কোথায় গেলে পাবো নোকরি
মা রে বৃথাই আমরা ঘুরে মরি।

এবার বলে দে মা!
কোন সাধন মন্ত্র গাই
কোথায় গেলে তোর খড়্গ পাই
আমরা হবো নতুন কসাই
হাড়িকাঠ হাতে তুলে দে মা!
শাসকের মুণ্ডু খসাই।