অবতক খবর , অভিষেক দাস,মালদাঃ- মাত্র ১০ টাকায় রাত্রিবাস। বিস্বাস হচ্ছে না ,ভুল পড়ছেন ? না ঠিক পড়ছেন । রাজ্য সরকারের আবাসন দপ্তরের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয়দের জন্য এই সু-ব্যবস্থা চালু হতে চলেছে । পুজোর মুখে সরকারি এই গেস্ট হাউস চালু করে দেওয়া হবে বলেও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।
এতদিন দূর-দূরান্ত থেকে আসা রোগীর আত্মীয়দের মেডিকেল কলেজের আশেপাশে খোলা আকাশের নিচেই রাত কাটাতে হতো। অনেককে আবার ১০০ থেকে ১৫০ টাকা খরচ করে আশেপাশের বেসরকারি গেস্টহাউসগুলিতে রাত্রে থাকার আশ্রয় নিতে হতো ।
কিন্তু এবার সরকারি উদ্যোগে মেডিকেল কলেজ চত্বরে গড়ে তোলা হয়েছে , নতুন চারতলা ভবনের একটি গেস্টহাউস। যেখানে পুরুষ এবং মহিলাদের থাকার জন্য আলাদা করে তিনটি নতুন তলা রয়েছে। একযোগে ৩০ থেকে ৪০ জন রোগীর আত্মীয় একটি ঘরে থাকতে পারবেন। পুরুষদের জন্য আলাদা এবং মহিলাদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে।
এর ফলে রোগীর আত্মীয়দের অনেকটা সমস্যা মিটবে বলেও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।