অবতক খবর , শিলিগুড়ি, ১৮ অক্টোবরঃ এবার পুজোয় ফুটে উঠুক সকলের মুখে হাসি, হাজার হাসির উৎসব নিয়ে হাজির স্বেচ্ছাসেবী সংস্থা। স্বপ্ন তাদের একটাই করোনা মহামারীর মধ্যেও কর্মহীন, দুঃস্থ মানুষদের মুখে এবার ফুটুক হাসি। সেকারনে মাত্র ৫ টাকায় দুঃস্থদের জন্য এই স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে এসেছে পুজোর নতুন জামা।
ছোটদের জামা, মহিলাদের শাড়ি-কুর্তি, পুরুষদের জন্য শার্ট প্যান্টের ডালি সাজিয়ে ভ্যানে করে তারা ঘুরে বেড়াচ্ছেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। মুখে একরাশ হাসি নিয়ে সেই ভ্যানের সামনে ছুট লাগাচ্ছেন ছোট থেকে বড় সকলেই।
সংস্থার কর্নধার রাকেশ দত্ত জানান, শহরের পাশাপাশি বাইরেরও বহু মানুষ তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যেকারণেই আজ তারা সকলের মুখে হাসি ফোটাতে পারছেন। তিনি আরও জানান, আজ প্রায় ৫০০ জনের কাছে তারা নতুন জামাকাপড় পৌছে দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে এই কর্মসূচী তারা আবারও করবেন।