অবতক খবর,২৮ জুলাইঃ মাথাভাঙ্গা মহকুমা জুড়ে একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল দশটায় গলার সোনার হার ছিনতাই এর ঘটনা, মাথাভাঙ্গার ১ নং ব্লকের জোড়পাটকি গ্রাম পঞ্চায়েতের জোড়পাটকি গ্রামের। জানা যায় ভগবতী বর্মন নামে এক আশা কর্মীর গলায় থাকা সোনার মালা ছিনতাই হয়।
এদিন টোটোতে চেপে বাড়ি থেকে জোড়পাটকি আমতলী উপস্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছিলেন আশা কর্মী। টোটো জোড়পাটকি মাদ্রাসা বুথের কাছাকাছি একটি ফাঁকা জায়গায় আসা মাত্রই একটি বাইকে দুজন দুষ্কৃতি আসে এবং টোটো তে বসে থাকা আশা কর্মী ভগবতী বর্মনের গলার সোনার মালা নিয়েই চম্পার দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের মাথায় হেলমেট থাকায় চিনতে পারেনি আশা কর্মী। তবে এক যুবকের পরনে লালজামা ছিল বলে জানান তিনি।
এ বিষয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ জানায় একটি ছিনতাই এর ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।