অবতক খবর,৪ এপ্রিল: মাধ্যমিকের পর টুয়েলভ এর পর ছাত্রছাত্রীরা কি করবেন তার দিশা দেখাবে মহকুমাশাসক। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে ফ্রি কোচিং ক্লাসের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ এমনি জানালেন ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগ।

ব্লকের বিডিও সাহেব সহ বিভিন্ন অফিসের আধিকারিকরা পুলিশ আধিকারিকরা মহাকুমা শাসক স্বয়ং ছাত্র-ছাত্রীদের কোচিং দেবেন তাদের পথ দেখাবেন। ছাত্র-ছাত্রীদের কোন রকম টাকা খরচা করতে হবে না তারা ফ্রিতেই কোচিং পাবেন। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে ইসলামপুর টাউন লাইব্রেরীতে এই কোচিং ক্লাস শুরু হবে।

তিনি আরো বলেন দক্ষ যে শিক্ষক বাইরে থেকে তাও নিয়োগ করা হবে। মহকুমাশাসক জানান ছাত্র-ছাত্রীদের এতে উপকৃত হবে।এক ছাত্রী ডাব্লুবিসিএস এর কোচিং করছিলেন বাইরের ইনস্টিটিউট থেকে সেখানে মোটা অঙ্কের একটি টাকাও তাদেরকে দিতে হয় কিন্তু সেই মোতাবেক যে পড়াশোনা তা তারা পায়নি বলে জানান। তিনি এও বলেন মহাকুমার এরকম উদ্যোগে জেলা ও মহাকুমার ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে।ওই ছাত্রী বলেন নিজেও এই কোচিং সেন্টারে যুক্ত হতে আগ্রহী।