অবতক খবর,১১ মার্চ,বাঁকুড়া:- বাঁকুড়া এক মাধ্যমিক পরীক্ষার্থীকে পরিবারের পক্ষ থেকে পড়াশোনার চাপ দিলে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা, শেষমেষ হাসপাতালে বসেই পরীক্ষা দিতে হলো ওই ছাত্রকে ।

জীবনের প্রথম বড় পরীক্ষা চলাকালীন  পরিবার চাপ দিয়েছিল মন দিয়ে পড়াশোনার জন্য। সেই চাপে মানসিক অবসাদে গতকাল রাতে বিষ খায় মাধ্যমিক পরীক্ষার্থী। তবে কিছুটা সুস্থ হতেই শুক্রবার হাসপাতালের বেডে ওই ছাত্র বসল পরীক্ষায়। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে শুক্রবার নির্বিঘ্নেই ওই ছাত্র পরীক্ষা দিল ইতিহাস বিষয়ের।

স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার কালিদাসপুর এলাকার বাসিন্দা ধাড়া হাইস্কুলের এক মাধ্যমিক পরীক্ষার্থী গতকাল রাতে বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে প্রথমে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরিবার। সেখান থেকে রাতেই ওই পরীক্ষার্থীকে রেফার করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। গতকাল রাতে মানসিক অবসাদে যে পড়ুয়া আত্মহত্যা করার চেষ্টা করে সেই পড়ুয়াই আজ সকালে জানায় সে আজ মাধ্যমিকের ইতিহাসের পরীক্ষা দিতে চায়। এরপরই বাঁকুড়া জেলা শিক্ষা দফতর দ্রুত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ওই ছাত্রের পরীক্ষার ব্যবস্থা করে। হাসপাতালের বেডে বসে সেখানেই আজ নির্বিঘ্নে ইতিহাস পরীক্ষা দেয় ওই পড়ুয়া।