অবতক খবর,১৮ মে,কাঁকসা:-মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বার হয়ে গেলেও এখনো পর্যন্ত পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে ক্লাস ইলেভেনে ভর্তির প্রক্রিয়া শুরু হয় নি। যার কারনে হিন্দি ভাষার মাধ্যমে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীরা সমস্যায় পড়েছে। শনিবার দুপুর দুটো নাগাদ ক্লাস ইলেভেনের ভর্তির প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে ডেপুটেশন জমা দেন কংগ্রেস কর্মীরা।

কংগ্রেসের অভিযোগ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেলেও পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের যে সমস্ত ছাত্র-ছাত্রী রয়েছে তারা এবং তাদের অভিভাবকেরা অভিযোগ জানিয়েছেন যে এখনো পর্যন্ত বিদ্যালয়ে ক্লাস ইলেভেন এ ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি। এলাকায় একটি মাত্র হিন্দি মাধ্যম স্কুল রয়েছে যার কারণে অন্যান্য জায়গায় গিয়ে তাদের হিন্দি ভাষার মাধ্যমে পড়াশোনা করতে যথেষ্টই অসুবিধার মধ্যে পড়তে হবে। সেই অভিযোগ পাওয়ার পরই কংগ্রেসের পক্ষ থেকে বিদ্যালয়ে কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়। যদিও বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন এই বিষয়ে বিদ্যালয়ে আগামী ২০ তারিখে একটি বৈঠক করা হবে। সেই বৈঠকে যে সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রক্রিয়া শুরু হবে কিনা তা জানানো হবে। তবে এই মুহূর্তে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার সংখ্যা অনেকটাই কম যার কারণে এ বছর ভর্তির প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়ে উঠছে না বলেই জানিয়েছেন শিক্ষকরা।