অবতক খবর :: ইসলামপুর :: ২৪ মে ::   দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে খাবারের জন্য পর্যাপ্ত চাল তুলে দিতে দ্বিতীয় দফায় এগিয়ে এল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ইসলামপুরের “শহরনামা” নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের সহযোগিতায় গত দুই মাস আগেই চালু হয়েছে শ্রমিক তহবিল। দুঃস্থ শ্রমিকদের জন্য ধারাবাহিকভাবে চলছে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি। আর এবার ওই কর্মসূচি অব্যাহত থাকাকালীনই ফের চাল বিতরণের কর্মসূচি নিল ওই গ্রুপের সদস্যরা।

ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেরই নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্যর সহায়তায় রবিবার ইসলামপুর আশ্রমপাড়া দিশারী সংঘ চত্বর থেকে প্রায় একশো জন দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে চাল তুলে দেওয়া হল। হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন সুশান্ত নন্দী ও মোহিত আগারওয়াল জানান, প্রথমে শ্রমিকদের একাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়। কিন্তু ব্যাংকে দীর্ঘ লাইন থাকার জন্য অনেকের অসুবিধা হয়ে যাওয়ায় এরপর থেকে শ্রমিকদের হাতে হাতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। প্রথম দফার মোট সত্তর জনকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। বর্তমানে আবার ওই গ্রুপের সদস্যদের সহায়তায় চলছে দ্বিতীয় দফার আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি। আর এর মধ্যেই শুরু হয়ে গেছে চাল বিতরণ কর্মসূচিও। স্থানীয় বাস টার্মিনাসে অনুষ্ঠিত এই চাল বিতরণ কর্মসূচি সফল হবার পর রবিবার দিশারী সংঘের সদস্যদের সহযোগিতায় স্থানীয় হাঁড়িপাড়া, আশ্রমপাড়া ,পুরাতন স্টেশন বস্তি, আমবাগান কলোনি সহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষের মধ্যে বন্টন করা হয় এই চাল। এদিন এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন দিশারী সংঘের যুগ্ম সম্পাদক শঙ্খদীপ বাগচী ও গৌতম নন্দী ,সভাপতি সঞ্জীব বাগচী সহ অন্যান্যরা।