অবতক খবর,২ জুন,মালদা,২ জুন: সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতাকে সামনে রেখে মানুষকে সচেতন করতে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করল জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর।
বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় যুব আবাসে একটি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শম্পা হাজরা, দপ্তরের আধিকারিক দেবাশিস মন্ডল, পরীক্ষিত পাটোয়ারী সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন, সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা এই শ্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করতে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর মালদা জেলার ১৭ টি বিদ্যালয়ের ৩৪ জন ছাত্র-ছাত্রী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।