অবতক খবর :: শিলিগুড়ি ::      শিলিগুড়ি শহরের চিত্রটা এখন ঠিক এই রকম, বাইশ চব্বিশ দিনে শহর শিলিগুড়িকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাধারন মানুষই। গোটা শিলিগুড়িতে এখন না খেতে পাওয়া মানুষের সংখ্যা সত্যি কম।কখনও পুলিশ, কখনো ডাক্তার বা কখনো ইসকন সবাই এগিয়ে ত্রাতার ভূমিকায়। কখনো খিচুরি কখনো রুটি বা কখনো সবজীভাত এই লগডাউনের বাজারে কেউ না খেয়ে বেচে নেই।এত খারাপের মধ্যে একটাই ভাল দিক শিলিগুড়ির মানুষ না খেয়ে বেচে নেই।

সবাইকে ছাপিয়ে গিয়েছেন শিলিগুড়ির পুলিশ। নিজেদের কাজ করবার পাশাপাশি তারা কত মানুষের যে খাবার যোগার করে চলেছেন তারা। লকডাউনের পর থেকেই শিলিগুড়ির স্থানীয় মানুষের মানবিক দিকটা লক্ষ করা যাচ্ছে। দুপুর হোক কি সন্ধ্যা মানুষ নিজের হাতে খাবার বানিয়ে মানুষকে খাওয়াতে বেরিয়ে পড়েছে রাস্তায়। কি বিধান মার্কেট,কি হকার্স কর্নার সব জায়গাতেই শিলিগুড়ির মানুষের মানবিক দিক দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত এটাই শহরের নতুন পরিচয়।