নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: বাঁকুড়া শহরের ধর্মশালায় দলের ‘গৃহ সম্পর্ক’ অভিযানে সূচণা অনুষ্ঠানে যোগ দিতে এসে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং সর্দার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষ ধরে ফেলেছে ‘তৃণমূলের ভাঁওতাবাজি’ বিগত ৯ বছর ধরে নাচ, গান উৎসব করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’ বলে তিনি অভিযোগ করেন। এবং তিনি আরও বলেন, মানুষ সব বুঝতে পেরেছেন। তাই নরেন্দ্র মোদির নেতৃত্বে এরাজ্যেও সরকার গঠিত হোক এখন সেটা সবাই চাইছেন বলেও তিনি দাবী করেন।
উপস্থিত বিজেপির রাজ্য সহ সভাপতি ও বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার বলেন, আমাদের বুথ স্তর পর্যন্ত ‘প্রধানমন্ত্রীর চিঠি’ পৌঁছে দেওয়া হয়েছে। বাঁকুড়ায় দলের ‘গৃহসম্পর্ক অভিযানে’র উদ্বোধনী অনুষ্ঠান ওয়েব পেজের মাধ্যমে সরাসরি বুথ স্তর পর্যন্ত দেখানো হয়েছে বলেও তিনি জানান।