অবতক খবর,১৯ ফেব্রুয়ারী :  প্রায় ৫ই ডিসেম্বর ২০২৪ তারিখে ডানলপ মোড়ের কাছে শিক্ষিকা যশবীর কাউর সুইসাইড করে ছিলেন।সেই ঘটনায় দক্ষিনেশ্বর থানায় মামলা দায়ের হয়েছিলো খাজান সিং সহ আরো ৫ জন।সেই প্রতিশোধ নিতেই আইনজীবী বিক্রম সিং এর বাড়িতে আগুন দিয়ে মারার চেস্টা অভিযুক্তের।বাড়িতে আগুন ধরাতে এসে নিজেই অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত খাজান সিং।আশংকাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে কোলকাতার এক বেসরকারি নার্সিং হোমে।