অবতক খবর,১৪ সেপ্টেম্বর: মোটর এক্সিডেন্ট মেডিয়েশন অথরিটি অর্থাৎ মামা’র প্রথম সভা মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালতে অনুষ্ঠিত হয়।
জানা গিয়েছে, প্রতিদিন গোটা দেশে প্রায় দেড় লক্ষ মানুষ পথ দুর্ঘটনায় নিহত হন এবং পাঁচ লক্ষ মানুষ গুরুতর জখম হন। চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হন অনেকেই। যাদের পরিবারের কেউ নিহত হন, তাদের অনেকেই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কারণ পথ দুর্ঘটনার মামলাটি দায়ের হলেও তা নিষ্পত্তি হতে লেগে যায় বছরের পর বছর। যার ফলে কোর্টের চক্কর দিতে গিয়ে অনেকেই মামলার ক্ষতিপূরণ পাওয়ার আশায় ছেড়ে দেন। পীড়িত পরিবাররা যাতে দ্রুত ক্ষতিপূরণ পায় তার জন্য সম্প্রতি সুপ্রিম কোর্ট দেশের পার্লামেন্টকে নির্দেশ দিয়েছে দেশের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিচারালয়ে এমন একটি কমিটি গঠন হোক। যার মাধ্যমে লোক আদালতের মতো আদালতের মধ্য দিয়ে মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হয় এবং পীড়িত পরিবারগুলো ক্ষতিপূরণ পায়। সেই লক্ষ্যেই এদিন ইসলামপুর কোর্টে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ লীলাময় মন্ডলকে প্রধান করে পুলিশ আধিকারিক,ইসলামপুর বার কাউন্সিল এবং বীমা কোম্পানির প্রতিনিধিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি প্রায় নিখরচায় মোটর দুর্ঘটনায় নিহত আহতদের পরিবারগুলোকে দ্রুত বিচার প্রদানের পাশাপাশি দ্রুত ক্ষতিপূরণ প্রদানে কাজ করবে।