অবতক খবর,১৭ মার্চ:  মামার বাড়িতে বেড়াতে এসে নদীতে তলিয়ে যায় দু বছরের শিশু। ঘটনাটি ঘটেছে চোপড়ার রাঙাগছ এলাকায়, পরিবার সূত্রে জানা যায় শিলিগুড়ি থেকে মা বাবার সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি, আজ সকালে শিশুটি খেলতে খেলতে নদীর দিকে চলে যায়, তারপর থেকেই পরিবারের লোকজনদের সন্দেহ হয়, খবর পেয়ে পরিবারের লোকজন নদীর পাড়ে ছুটে গেলে সেখানে স্থানীয় একটি বাচ্চাকে দেখতে পায়, স্থানীয়রা বাচ্চাটির সাথে কথা বলে তারা জানতে পারে শিশুটি একটি বোতল নিয়ে খেলা করছিল।

ঠিক সেই সময় শিশুটির হাত থেকে বোতলটি নদীতে চলে যায়, সেই বোতল আনতে গিয়েই নদীতে তলিয়ে যায় শিশুটি। খবর দেওয়া হয় চোপড়া থানায়, ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ, পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি জানান প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার তা গ্রহণ করা হয়েছে, দ্রুত নদীর জল নামিয়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে, যত দ্রুত সম্ভব শিশুটির দেহ উদ্ধারের কাজ চলছে। তবে দুপুর দুটো গড়িয়ে গেলেও এখনো অব্দি শিশুটির খোঁজ মেলেনি,