অবতক খবর,২৯ আগস্টঃ সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পর্ব সাঙ্গ হবার পর নতুন গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠিত হয়েছে। আর এই গ্রাম পঞ্চায়েত নির্বাচন মিটে যেতেই মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় পুনরায় সাবমার্সাল বসানোর হিরিক পরে গেছে। আর এই সাব মার্শাল যত্রতত্র বসানোর ফলে পার্শ্ববর্তী শহরতলী অঞ্চলে জলস্তর নিম্নমুখী হতে চলেছে। আর সেই রকম এক চিত্র ধরা পরল মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ২৮ নম্বর গ্রামসভার অধীনস্থ বড়ানারকেল বাগান এলাকায় ।
আর এই খবর সংগ্রহ করতে গিয়ে চক্ষু চরকগাছ হয়ে গেল। মূল সাব মার্শাল বসানোর কন্ট্রাকটর নিজাম কাজি দাবি করেন মামুদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থসারথি পাত্র ওরফে পানু পাত্র সহ প্রাক্তন অঞ্চল প্রধানের ভাইপো তথা জেলা পরিষদের সদস্য দেবাশীষ অধিকারী ওরফে টুলুর নির্দেশে নাকি এই কাজ তিনি করছেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ধরনের নির্দেশ দেওয়ার কতটা বৈধতা আছে । যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ধরনের কাজ করাবার মদত দাতাদের বিরোধিতা করে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রধান প্রিয়াঙ্কা মালাকার জানান পঞ্চায়েতে কোন বেআইনি কাজ বরদাস্ত করবে না বলে এই বিষয়ে খোঁজ নেবেন বলে তিনি জানান।