অবতক খবর , রণজিৎ , উত্তর দিনাজপুর :-   মায়ের মৃত্যুর পর তার মৃতদেহ চারদিন ধরে আগলে রাখলো ছেলে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চোপড়া থানা সুভাষ নগর এলাকায়।রবিবার চতুর্থ দিনে এলাকার বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন আসলে বিষয়টি।

কিন্তু কেন চার দিন ধরে মৃতদেহ আগলে রাখা হলো তা নিয়ে প্রশ্ন করাতে মৃতার ছেলে ধারালো অস্ত্র নিয়ে এলাকাবাসীর দিকে তেড়ে আসছে বলে অভিযোগ।এদিকে চার দিন ধরে মৃতদেহটি বাড়িতেই পড়ে থাকায় দূষণ ছড়িয়েছে এলাকায়। সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশের দ্বারস্থ হয়েছেন।মৃতর নাম কুসুম চক্রবর্তী(৮০)।

স্থানীয় সূত্রে জানা গেছে,ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ ওই মহিলা। আর সেই ভিক্ষাবৃত্তিতে দিন গুজরান হত মা ও ছেলের। সেই মা চার দিন আগে মারা গিয়েছেন। চার দিন আগে মৃত মাকে আগলে রেখেছেন তার ছেলে রামকৃষ্ণ চক্রবর্তী।এমনই ঘটনা ঘটেছে চোপড়ার সুভাষ নগর এলাকায়।

গ্রামবাসীরা মায়ের খোঁজ নিতে গেলে বা সৎকারের কথা বললে দা-কুড়াল নিয়ে তেরে আসছে ছেলেটি। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরবর্তীতে স্থানীয় জনগণ চোপড়া থানায় খবর দিলে চোপড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মাকে হারিয়ে একমাত্র ছোট্ট ছেলেটি তার সমস্ত সহায়-সম্বল হারিয়েছে।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে মৃতদেহটি পচনশীল অবস্থায় সেখান থেকে উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের ইসলামপুর মর্গে। মর্গের পোস্টমর্টেম রিপোর্ট এলে এই বিষয়টি পরিষ্কার হবে।এটি স্বাভাবিক মৃত্যু না এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে।তা জানা যাবে। মৃত মহিলার ছেলেকে নিয়ে আসা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।