অবতক খবর,৩১ মার্চ:  মালদহের মোথাবাড়িতে সনাতনীদের ওপর আক্রমনের প্রতিবাদে রবিবার সন্ধেয় রাস্তায় নামল হিন্দু সুরক্ষা সমিতির শ্যামনগর খন্ড। এদিন শ্যামনগর ঝাউতলা মোড় থেকে মিছিল শুরু হয়ে ফিডার রোড ধরে ২৩ নম্বর রেলগেটের কাছে শেষ হয়। উক্ত মিছিলে হাজির ছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণ প্রান্তের সদস্য রোহিত সাউ, হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সংযোজক সাগ্নিক বিশ্বাস, হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সদস্য রানা চক্রবর্তী প্রমুখ।