অবতক খবর,১২ এপ্রিল,মালদহ: মালদহ জেলার মালদহ উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জী উত্তর মালদহের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম গুলিতে আজ ভোটের প্রচার করলেন।
প্রসূণ বানার্জীকে হাতের কাছে পেয়ে গ্রামবাসীরা তাঁদের এলাকার রাস্তাঘাট থেকে পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলেন,এর সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকাতে চাষ বাস সহ চলাচলের সমস্যার কথা বলেন গ্রামের লোকেরা। প্রচন্ড গরমের মধ্যে এক গ্রামবাসীর বাড়িতে মাটির বারান্দাতে বসে পান্তা ভাত খেলেন প্রসূন ব্যানার্জী। তিনি বলেন গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাত খুব উপকারী। বিএসএফরা গ্রামের লোকেদের যে সমস্যা করে থাকেন সেই সমস্যা লোকসভাতে তুলে ধরতে হবে।
এলাকার মানুষ এবার ঠিক করে নিয়েছেন তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করবেন। ভারত বাংলাদেশ সীমান্তের সোনঘাট,আদাডাঙ্গা,বোকাদহ, তালতলী, ডোবাপাড়া সহ বিভিন্ন এলাকাতে প্রচার করেন। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলাপরিষদ সদস্য অশোক সরকার,পুরাতন মালদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম,জেলা আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ স্যানাল সহ জেলা নেতৃত্ব।