হক জাফর ইমাম :: অবতক খবর :: ১৩ নভেম্বর :: মালদহ :: মালদা জেলায় রাজ্য সড়কের ওপর যত্রতত্র বালি পড়ে রয়েছে। ফলে পথ-দুর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। তাও হেলদোল নেই ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসনের।
মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকে পোস্ট অফিসের সামনে রাস্তার ওপর পড়ে থাকা বালিতে ২টি পৃথক দুর্ঘটনা ঘটে। বাইকারোহী বালির ওপর দিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ সামলাতে না পেরে গাড়ি-সহ উল্টে পড়েন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জখম দুই যুবক শেখ মোবারক(২৬) ও সৌরভ পান্ডে(২০)। মোবারকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগর এলাকায়। এবং সৌরভের বাড়ি হল হরিশ্চন্দ্রপুর ডেলি মার্কেটের কাছে। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের দুইজনের মধ্যে মোবারককে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল স্থানান্তরিত করা হয়েছে।