অবতক খবর,সংবাদদাতা,মালদা,৪জুন :: ২০২৪ সালের মধ্যে বাড়ি-বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। কিন্তু তার ঠিক উল্টো দিকে মালদায় বেশ কিছু জায়গায় আর্সেনিকমুক্ত পানীয় জলের পাইপ ফাটিয়ে সেই জল বিক্রি করা এবং অপব্যবহার করার অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা মালদার মোথাবাড়ি কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন। দ্রুত মালদার যেসব এলাকায় আর্সেনিকমুক্ত পাইপলাইন ফাটিয়ে এই ধরনের বেআইনি কাজ কর্ম চলছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ।
উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে দীর্ঘদিন আগে থেকে মালদার মানিকচক এলাকায় গঙ্গা নদীর জল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পরিশ্রুত করে গ্রামীণ এলাকায় সরবরাহ করা হয়। মালদার আর্সেনিকের প্রভাব ঠেকাতে মানিকচকের গঙ্গা নদী থেকে সরাসরি পাইপ লাইনের মাধ্যমে মালদা শহর পর্যন্ত সেই জল সরবরাহ করা হচ্ছে। এতে কয়েক লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। কিন্তু এরই মধ্যে কিছু দুষ্কৃতীরা ইংরেজবাজার এবং মানিকচকের বেশ কিছু এলাকায় পাইপলাইন ফাটিয়ে পরিস্রুত পানীয় জল বিক্রি করা সিন্ডিকেট তৈরি করেছে।