অবতক খবর,১৩ ফেব্রুয়ারী,মালদা:- মালদায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে মৃত্যু মহিলার। খুন করে গলায় ফাঁস ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। পাঁচ বছরের শিশু সন্তানের সামনে মাকে খুন। মৃত আমিলি বিবি (২৬)। মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের আনন্দীপুর এলাকার ঘটনা। খুনের ঘটনার বর্ণনা পুলিশকে জানিয়েছে শিশু। ঘটনায় মৃতের শাশুড়িকে আটক করল পুলিশ। ঘটনার পর থেকে পলাতক স্বামী ও শ্বশুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগিয়েছে, আমিলি বিবির বাবার বাড়ি নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। ছয় বছর আগে পারিবারিক সম্বন্ধ করে আনন্দীপুর গ্রামের আজিজুর রহমানের সঙ্গে বিয়ে হয় আমিলির। কিন্তু, বিয়ের পর থেকেই পন ও নগদ টাকার দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। বারবার বিষয়টি নিয়ে আপস মীমাংসার চেষ্টা করেছিলেন মেয়ের পরিবারের লোকজন। কিন্তু, এরপরও মাঝেমধ্যেই মেয়ের ওপর অত্যাচার চলছিল বলে অভিযোগ।

আজ ভোররাতে মৃতের বাবা নুরুল হককে ফোন করে মেয়ের মৃত্যুর খবর জানান শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান বাবা নুরুল। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের ময়নাতদন্তের পরেই খুন না আত্মহত্যা তা স্পষ্ট হবে। পরিবারের লোকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক স্বামী ও শ্বশুরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।