অবতক খবর,৩১ অক্টোবর,মালদা:- মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থল বন্দর দিয়ে

দেদার বাংলাদেশ পিঁয়াজ রপ্তানি হচ্ছে। আর তার প্রভাবে পড়ল এপার বাংলায়। তবে যদিও বৈধ পথেই পিঁয়াজ রপ্তানি করা হচ্ছে বাংলাদেশ দাবি রপ্তানি কারকদের। উল্লেখ্য,

দুর্গা পূজার পর থেকেই বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে হাতে ছ্যাকা খাচ্ছিল মধ্যবিত্ত মানুষ। পুজোর ইতিমধ্যে এক সপ্তাহ কেটেছে। তারই মধ্যে বাজারে সাড়া ফেলে দিয়েছে পেঁয়াজের মূল্য বৃদ্ধি। মালদা শহরের কোন কোন বাজারে প্রায় ১০০ টাকা ছুঁই ছুঁই পেঁয়াজের দাম। আবার কোন কোন বাজারে সাংবাদিকদের দেখা মাত্র পেঁয়াজের দাম ৫০ থেকে ৬০ কিলো দরে নেমে আসলো। বর্তমানে মালদা শহরের রথবাড়ি, আম বাজার সহ একাধিক মার্কেটে পিঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ কিলো দরে।