হক জাফর ইমাম :: অবতক খবর :: ২০ ডিসেম্বর :: মালদা :: কন্যাশ্রী যোদ্ধা প্রশিক্ষণের শুভ সূচনা করা হলো মালদা শহরের কৃষ্ণমোহন বালিকা বিদ্যালয়ে। এই প্রশিক্ষণে ছাত্রীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানো হবে।
এদিন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর চৈতালি সরকার| এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর ছাত্রীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রশিক্ষণ কোচ রামাশীষ দাস।
এই বিষয়ে তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। তাই এই প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছে কন্যাশ্রী যোদ্ধা। এই প্রশিক্ষণ নিয়ে ছাত্রীরা নিজেদের আত্মরক্ষা করতে পারবে।
মালদা জেলার প্রতিটি বিদ্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হবে জেলা প্রশাসনের উদ্যোগে বলেও তিনি জানান। বিনামূল্যে তাইকোন্ডো ক্যাম্প অফ বেঙ্গল ছাত্রীদের এই প্রশিক্ষণ দিবে।