অবতক খবর,১৯ অক্টোবর: মহানবী হযরত মোহাম্মদ এর জন্ম দিবস উপলক্ষে মঙ্গলবার যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে সারা দেশের সাথে সাথে মালদা ও দুই দিনাজপুরেও পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মালদা জেলার কালিয়াচকের পাশাপাশি চাঁচল ,মানিকচক ,ইংরেজবাজার ,মোথাবাড়ি সহ একাধিক এলাকায় মহাধুমধামে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী।দক্ষিণ দিনাজপুর জেলার তপন ,কুমারগঞ্জ ,গঙ্গারামপুর ,বুনিয়াদপুর সহ বিভিন্ন এলাকায় একই ভাবে দিনটি পালন করা হয় মানবতার মুক্তির বার্তা নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও শেষ নবী হযরত মুহাম্মদ ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি পরলোকগমন করেন। এ দিনটিতে সারা পৃথিবীর মুসলিমরা বিশেষ ইবাদত করেন। দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা ও কোরআন খতমসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে আঞ্জুমান সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মসজিদ ও মাদ্রাসা। সারা রাত ধরে চলে মসজিদে ,মক্তবে,মাদ্রাসায় ও বাড়ি বাড়ি চলে বিশেষ প্রার্থনা । ভোরের সময় বিশ্ব শান্তি ,সম্রিদ্ধি,নিজেদের পাপ মুক্ত করার জন্য হাজার হাজার মানুষ মসজিদে মসজিদে দোওআ করে ।তাঁর পর ফল ,মিষ্টি ও বিভিন্ন ধরনের খাবার বিতরণ করা হয় ।সকাল ৮ টা থেকে হাজার হাজার মানুষ গাড়ি সাজিয়ে , ট্যাবলো নিয়ে রাস্তায় শোভা যাত্রা বের করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে ।মালদা জেলার কালিয়াচকে আঞ্জুমান আহলে সুন্নাত অ জামাতের উদ্যোগে লক্ষাধিক মানুষের মিছিল বের হয় ।কালিয়াচক চৌরঙ্গী এলাকায় জমায়েত হয় ।সেখানে জেলার নাম করা আলেমরা মুহাম্মদ (সা.)-এর জীবন কাহিনী তুলে ধরে বক্তব্য পেশ করেন I মহানবীর আদর্শ মেনে সকলকে জীবন যাপন করার কথা বিভিন্ন বক্তা বলেন ।সব শেষে দেশের শান্তি , বিশ্ব শান্তি ,সম্রিদ্ধি,নিজেদের পাপ মুক্ত করার জন্য হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিশেষ মোনাজাত করা হয় । লক্ষাধিক মানুষের জমায়েত হলেও কালিয়াচক পুলিশ সুশৃঙ্খল ভাবে পুরো বিষয়টি তদারকি করেছে তাতে কালিয়াচকের মানুষ বেজায় খুশি ।কালিয়াচক থানা এলাকায় সমগ্র অনুষ্ঠানটি শান্তিতে পালন হওয়ার জন্য কালিয়াচক থানার আইসি ও তাঁর টিম, জেলা পুলিশ প্রশাসন কে কালিয়াচক বাসি ধন্যবাদ জানিয়েছে ।