অবতক খবর,২৭ সেপ্টেম্বর,মালদা:- মালদা জেলায় বাড়ছে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা। পুজোর আগে ডেঙ্গু বাড়ায় আতঙ্কে জেলা বাসি ।জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, জেলায় প্রায় ৩০০ জন রোগী ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যু একজনেরও হয়নি। ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সাত জন ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে ।শহর জুড়ে নিকাশি ব্যবস্থা ঠিক না হওয়ায় অল্প বৃষ্টিতেই শহরের বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে যাচ্ছে। এবং জল দীর্ঘক্ষণ ধরে জমে থাকছে।
ড্রেনগুলিও পরিষ্কার না হওয়ায় মশার লাভা জন্মাচ্ছে মালদা মেডিকেল কলেজ হসপিটাল ট্রমা কেয়ার সেন্টার এর জরুরী বিভাগের সামনে। জমে থাকছে জল এবং সেই জল থেকেই এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ । সেই জলের উপর দিয়েই রোগী ও রোগীর আত্মীয়দের চলাফেরা করতে হচ্ছে এবং সেখানেই জমে থাকা জলে মশার ও লাভা জন্মাচ্ছে ।
এদিকে ইংলিশ বাজার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ধীরেন সাহা স্কুলে ইংরেজবাজার পৌরসভার ও জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ডেঙ্গু পরীক্ষার বিষয় একটি কর্মশালা করা হয় । ১৮ নম্বর ওয়ার্ডে আটজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। শহরেও বেশ কিছু ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে।