অবতক খবর,২ মে,বামনগোলা: মালদা জেলা প্রশাসনের নির্দেশ মতোই বামনগোলা থানার উদ্যোগে চলছে নাকা চেকিং। রীতিমতো নাকা চেকিং এর মাধ্যমে দেখা হচ্ছে কোন ভাবে বেআইনি যেসব জিনিসপত্র, যেমন আর্মস, ব্রাউন সুগার এই ধরনের কোন সামগ্রিক পার হচ্ছে কিনা সেদিকে নজর রেখে দৈনিক নাকা চেকিং চলে এবং সামনেই রয়েছে পবিত্র ঈদ।
তাই কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রেখে চালানো হচ্ছে নাকা চেকিং।বিশেষ করে বামনগোলা তিনটি অঞ্চল রয়েছে বর্ডার এরিয়া। সেদিকে নজর রেখে দৈনিক চালানো হয় নাকা চেকিং। যাতে কোনরকম বেআইনি কোন কিছু পারাপার না হয়।
সোমবার বারো মাইল নাকা পয়েন্টে সকাল থেকেই চালানো হচ্ছে নাকা চেকিং এবং বিভিন্ন বাইক আরোহীরা হেলমেট ছাড়া দ্রুতগতিতে গাড়ি চালালে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।