অবতক খবর , অভিষেক দাস , মালদা :- আজ মালদা জেলা শাসকের দফতরে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসলেন প্রশাসনিক আধিকারিকেরা।
নির্বাচন কমিশনের নির্দেশ যে বুথে ১০৫০ জন বা তার বেশি ভোটার রয়েছে সেখানে অক্সিলিয়ারি বুথ তৈরি করতে হবে। মালদা জেলার ক্ষেত্রে এই সংখ্যাটা বেশি।
প্রায় বুথেই ১০৫০ ভোটারের বেশি ভোটার রয়েছেন।ফলে ১৩০০ -র বেশি অক্সিলিয়রি বুথ করতে হচ্ছে। এই বিষয়ে এবং নতুন ভোটার তালিব নিয়ে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন আধিকারিকরা। এছাড়াও আলোচনা হয়, অতি বয়স্ক বা শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা।
আলোচনা হয় কিছু স্পর্শ কাতর বুথ নিয়েও।যদিও স্পর্শকাতর বুথ নিয়ে সিদ্ধান্ত নেবেন পুলিশ সুপার। তাই সেই বিষয়ে বৈঠক পরে হবে বলেই জানানো হয়েছে।