অবতক খবর,১২ আগস্ট,মালদা:-মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বেড নিতে গেলে দিতে হবে টাকা! চাঞ্চল্যকর অভিযোগ।

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মায়ের চিকিৎসা করাতে এসে বেড নেওয়ার জন্য দিতে হবে টাকা। চাঞ্চল্যকর এই অভিযোগটি করেছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মায়ের চিকিৎসা করতে আসা এক যুবক।

জানা যায় হরিশ্চন্দ্রপুরের লরিয়াল গ্রামের যুবক রামজান আলি তার মা মার্জিনার চিকিৎসা করাতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে। এরপর রামজান আলির মাকে বেড দেওয়া হয়। কিন্তু এরপরেই বাধে বিপত্তি। বেড দেওয়ার জন্য তার কাছে সরাসরি টাকা চাওয়া হয়। রামজান আলির অভিযোগ, বেড দেওয়ার জন্য তার কাছে টাকা চাওয়া হয়। সে ৫০ টাকা দিতে চাইলে তারা রাজি হয়নি। এরপর তার কাছ থেকে ১০০ টাকা নিয়ে বেড দেয় কর্মীরা বলে অভিযোগ।