অবতক খবর ,অভিষেক দাস, মালদা:- কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতা করে জমিতে গিয়ে বিক্ষোভ দেখাল মালদা জেলা যুব তৃণমূল। শনিবার পুরাতন মালদহের সাহাপুরের সূর্যাপুরের বিক্ষোভ দেখায়।

কৃষকদের সঙ্গে শামিল হয়ে বিক্ষোভ দেখান যুব তৃণমূলের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস সহ জেলা নেতৃবৃন্দ।তিনি বলেন বিজেপির এই সর্বনাশা বিলের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে ,চলবে।