হক জাফর ইমাম :: অবতক খবর :: ১৪ই,নভেম্বর ::মালদা :: মালদা শহরের রথবাড়ি মোড় পরিষ্কার রাখার উদ্যোগ নিল মালদা ইংরেজবাজার পৌরসভা। বৃহস্পতিবার সকালে ওই এলাকা পরিদর্শন করার পর একথা জানিয়েছেন ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান নীহাররঞ্জন ঘোষ৷ তাঁর সঙ্গে এই দিন এলাকা পরিদর্শন করেন উপ পৌরপ্রধান বাবলা সরকার, স্থানীয় কাউন্সিলর আশিস কুণ্ডু, সদর মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো সহ প্রশাসন ও পৌরসভার কর্মীরা৷ পরিদর্শন শেষে ঘটনাস্থলেই রথবাড়ি মোড় পরিষ্কার করার সিদ্ধান্ত নেয় পৌর কর্তৃপক্ষ৷ ।
মালদা শহরের মাঝ বরাবর চলে গেছে ৩৪ নম্বর জাতীয় সড়ক৷ সেই সড়কের উপরেই রথবাড়ি মোড় অবস্থিত৷ প্রতিদিন এই মোড়ে লক্ষাধিক মানুষের সমাগম হয়৷ শহরের সবচেয়ে বড়ো সবজি বাজারও এখানে৷ প্রতিদিনই সেই বাজার উঠে আসে জাতীয় সড়কে৷ বাজারকে কেন্দ্র গজিয়ে উঠেছে বেশ কিছু খাবারের দোকান, এমনকি অস্থায়ী হোটেলও ৷ এই সব দোকানের আবর্জনা জাতীয় সড়কের ধারেই ফেলা হচ্ছে৷ ফলে গোটা এলাকায় জমছে আবর্জনা৷ এনিয়ে শহরবাসীর ক্ষোভ জমছিল ৷
সেকারণেই আজ পৌরসভা ও প্রশাসনের এই পরিদর্শন বলে জানা গেছে। মালদা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ বলেন, আজ আমি, ভাইস চেয়ারম্যান ও প্রশাসনের পক্ষ থেকে এসডিও রথবাড়ি মোড় পরিদর্শন করলাম৷ স্থানীয় মানুষ আবেদন করেছিল, এই এলাকা আবর্জনায় ভরতি হয়ে থাকে৷ রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ৷ যেহেতু ৩৪ নম্বর জাতীয় সড়ক আমাদের অধীনে নেই, তাই আমরা জাতীয় সড়ক দপ্তরের সঙ্গে বৈঠক করেছিলাম ৷
বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল,পুজোর আগে জাতীয় সড়কের মেরামতির কাজ হয়ে যাবে৷ কিন্তু এখনও সেই কাজ হয়নি৷ আমি এবং ভাইস চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছি, পৌরসভার পক্ষ থেকে রথবাড়ি মোড় এলাকার আবর্জনা পরিষ্কার এবং রাস্তা মেরামতি করে দেওয়া হবে৷ সাধারণ মানুষের স্বার্থেই আমরা এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি৷